পটুয়াখালীতে বালুবাহী জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:২১ এএম, ২৮ এপ্রিল ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী জাহাজ থেকে ছিটকে পড়ে মো. শাকিল (২৩) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌরশহর নাচনাপাড়া এলাকার গরুর বাজার সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

কলাপাড়া পৌরসভার কেরামত আলী খান মালিকানাধীন এমভি তিশা-তাপসী নামের ওই জাহাজে চারজন শ্রমিক ছিলেন।

নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পায়রা বন্দর থেকে বালু নিয়ে কলাপাড়ায় পৌঁছায় জাহাজটি। নোঙর করার আগ মুহূর্তে কাজ করার সময় ওই নিখোঁজ শ্রমিক ছিটকে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, কাল (রোববার) সকালে পটুয়াখালী ডুবুরিদল আসবে। তখন তাদের সহযোগিতা নিয়ে আবার খোঁজাখুঁজি করবো।

আসাদুজ্জামান মিরাজ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।