জাল ভোট দিতে গিয়ে শ্রীঘরে নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

পটুয়াখালী সদর উপজেলার ভূরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে শাহানাজ বেগম (২৫) নামে এক নারীকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ দণ্ড দেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলায় কমলাপুর ও ভূরিয়া ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ড ঘোষণার পর আসামি শাহনাজ বেগমকে জেল হাজতে পাঠানো হয়। তিনি ভূরিয়া ইউনিয়নের ভায়লা গ্রামের নুর ইসলাম ঘরামীর মেয়ে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জাগো নিউজকে জানান, ভূরিয়া ইউনিয়নের ছয় নম্বর ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে আইন লঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আব্দুস সালাম আরিফ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।