শটসার্কিটে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নিহত
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ কুমার রায় চৌধুরী (৫৭) মঙ্গলবার তার নিজ বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিটে নিহত হয়েছেন।
তিনি পৌরসভার রায়েরকাঠি জমিদার বাড়ির স্বর্গীয় অমরেন্দ কুমার রায় চৌধুরীর ছেলে।
গোবিন্দ কুমার রায়ের বড় ভাই গৌর রায় চৌধুরী জানান, বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পূরাতন একটি ফ্রিজের সুইস অন করতে গেলে বিদ্যুৎ শটসার্কিটের কারণে তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এসময় বাড়ির লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় আবাসিক চিকিৎসক ডা. ননী গোপাল রায় ও ডা. সুখরঞ্জন দাস গোবিন্দ রায়কে মৃত ঘোষণা করেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাভোকেট আহসানুল কবির বাদল জানান, নিহত গোবিন্দের স্ত্রী ও এক ছেলে রয়েছে। তারা ভারতে বসবাস করেন। একমাত্র ছেলে সমীর কুমার রায় চৌধুরী পেশায় একজন চিকিৎসক।
সৎকারের বিষয় এখনও পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নিহতের বড় ভাই গৌর রায় চৌধুরী।
হাসান মামুন/ এমএএস/এবিএস