তাজউদ্দীন মেডিকেলের ১২তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৪ মে ২০২৪

গাজীপুরে চিকিৎসা নিতে এসে হাসপাতালের ১২ তলার নামাজের কক্ষের দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে নিচে ১০তলায় পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ মে) রাত ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান (৭০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। তিনি ওই হাসপাতালে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে ১২তলায় মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রুবিনা ইয়াসমিন কমিটির প্রধান। আগামী তিন কার্যবিসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার জিল্লুর রহমান ১২ তালার বারান্দায় নামাজ পড়ার স্থানে পাইচারি করছিলেন। এক পর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তিনি সেখানে মাথা ঘুরে কক্ষের দেওয়ালের পাশে ফাঁকা স্থান নিয়ে ১২তলা থেকে ১০তলায় পড়ে যান এবং গুরুতর জখম হন। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আসলাম হোসেন জানান, নামাজের ঘরের দরজা তালা বদ্ধ না থাকায় এবং ওই কক্ষের দেয়ালের পাশে থাকা লম্বালম্বি দেড় থেকে দুই ফুট প্রস্থের ফাঁকা স্থানটি নেট দিয়ে আটকানো থাকলে এ দুর্ঘটনাটি ঘটতো না। এ ক্ষেত্রে হাসপতালে কর্তৃপক্ষের অবহেলা রয়েছে।

এ বিষয়ে হাসপাতাল পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি।

তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিউল করিম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।