কালীগঞ্জে ৫ মামলায় পাঁচজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৫ মে ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়েছে। অভিযানে পাঁচ মামলায় পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ মে) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু পরিচালিত আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের সুশীল চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাস, নীল কমল দাসের ছেলে নিবেদন চন্দ্র দাস, জামালপুর গ্রামের মো. হেফাজ উদ্দিনের ছেলে মো. সুরুজ মিয়া, রুহুল আমিন ছেলে মো. সোহাগ ও কালীগঞ্জ পৌর এলাকার মুনসুরপুর গ্রামের মো. আলীর ছেলে সুজন মিয়া।

ইমাম রাজী টুলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর, কাপাইস ও বড়হরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা লঙ্ঘনের দায়ে পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।