ঠাকুরগাঁও‌য়ে বিধবার ঘরে তালা দি‌ল অা.লী‌গ প্রার্থ‌ীর লোকজন


প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

ঠাকুরগাঁও‌য়ে বিএন‌পি সম‌র্থিত এক বিধবা নারীর বা‌ড়ি‌র দরজায় দু‌টি তালা লা‌গি‌য়ে দি‌য়ে‌ছেন অাওয়ামী লীগ সম‌র্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন। মঙ্গলবার সন্ধ্যার দি‌কে ঠাকুরগাঁও সদর উপ‌জেলার ৯নং রায়পুর ইউনিয়‌নের মটরাহাট দ‌ক্ষিণপাড়ায় এ ঘটনা ঘ‌টে।

ঘটনার শিকার ওই বিধবা নারীর নাম ফা‌তেমা বেগম (৫০)। তি‌নি ওই এলাকার মৃত অা‌লিম উদ্দি‌নের স্ত্রী।

ওই ইউনিয়‌নে অাওয়ামী লী‌গের চেয়ারম্যান প্রার্থী হ‌লেন ইউনিয়ন অাওয়ামী লী‌গের সভাপ‌তি নুরুল ইসলাম। তি‌নি বিগত সা‌লে দুই ধা‌পে ওই ইউনিয়‌নের চেয়ারম্যান ছি‌লেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরেই ক‌য়েকজন লোকজন ওই বিধবা নারীর বা‌ড়ি‌তে গি‌য়ে চিৎকার ক‌রে তা‌কে গা‌লিগালাজ শুরু ক‌রেন। এসময় তারা ওই নারীর উদ্দে‌শ্যে ব‌লেন, ধানের শী‌ষে ভোট দেয়া তার বের ক‌রে দেব। কো‌নো দিন য‌দি শু‌নি সে ধা‌নের শী‌ষের প্রার্থীর প‌ক্ষে ভোট চাই‌তে কোথাও গেছে তাহ‌লে তা‌কে এলাকা ছাড়ারও হু‌শিয়া‌রি দেন তারা। এসময় বা‌ড়ি‌তে কেউ না থাকায় তার বা‌ড়ির দরজায় দু‌টি তালা লা‌গি‌য়ে চ‌লে যান তারা।

"
এ‌দি‌কে রা‌তে বা‌ড়ি‌তে ফি‌রে ওই নারী ঘ‌রে তালা দে‌খে প্র‌তি‌বে‌শি‌দের কা‌ছে ঘটনা জান‌তে পা‌রেন। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তি‌নি এক‌টি তালা ভাঙ‌তে পার‌লেও অা‌রেক‌টি পা‌রে‌ননি। বারান্দায় রা‌ত্রিযাপন কর‌বেন ব‌লে তি‌নি জা‌নি‌য়ে‌ছেন।

ঘটনার সত্যতা জানতে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলা‌মকে একা‌ধিকবার ফোন করা হয়। এসময় অন্য একজন ফোন রি‌সিভ ক‌রে জানান, চেয়ারম্যান সা‌হেব প্রচারণায় ব্যস্ত। প‌রে ফোন ক‌রেন।

এ ব্যাপা‌রে সদর উপ‌জেলার চিলারং ও রায়পুর ইউনি‌য়ের দা‌য়িত্বপ্রাপ্ত রিটা‌র্নিং কর্মকর্তা গোলজার হো‌সেন জানান, সব প্রার্থী‌কে নির্বাচনী অাচরণ‌বি‌ধির বই দেওয়া হ‌য়ে‌ছে। এরপ‌রেও কেউ য‌দি অাচরণ‌বি‌ধি ভঙ্গ ক‌রে তার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ পে‌লে প্র‌য়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।