কুষ্টিয়া

পথ আটকে বিয়ের গাড়িতে হামলা-ভাঙচুর, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৬ মে ২০২৪

বিয়ের পর নববধূকে নিয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন বরযাত্রীরা। এসময় হঠাৎ পথ আটকে কয়েক যুবক বর-কনের গাড়িটির সামনে এসে দাঁড়ায়। এরপর গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

এসময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে পেছনে থাকা বরযাত্রীদের মাইক্রোবাসটি। এতেও ভাঙচুর চালায় ওই যুবকরা।

সোমবার (৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। সেখানে কুমারখালী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রিপন আলী রয়েছেন। মোটরসাইকেলে করে কয়েকজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রাইভেটকারের ভেতরে বর-কনে। গাড়িটির সামনে ও পেছনের কিছু অংশ ভেঙে গেছে। মাইক্রোবাসটির সামনেও কিছুটা ক্ষতি হয়েছে।

গাড়িচালক রাশেদ ও রফিকুল জানান, সেতুর ওপরে গাড়ি ধীরে ধীরে চলছিল। সেতুর মাঝ বরাবর পৌঁছাতেই হঠাৎ ১০-১২ জন এসে পথ আটকে গাড়ি থামিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা গাড়িতে ভাঙচুর চালায়। পরে স্থানীয়রা এসে তাদের মধ্য থেকে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

জানতে চাইলে এএসআই রিপন আলী জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় পূর্ব কোনো শত্রুতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে আটকের বিষয়টি অস্বীকার করে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, ছোটবেলায় অনেকে বিয়ের গাড়ি আটকে মশকরা করতো, চাঁদা তুলতো। ব্যাপারটা এমন হতে পারে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আল-মামুন সাগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।