বাল্যবিয়ে করতে গিয়ে বর ও কাজীর কারাদণ্ড


প্রকাশিত: ০৬:০০ এএম, ২০ এপ্রিল ২০১৬

ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কাজীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল হক প্রধান বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরকে ১৫ দিন বিনাশ্রম ও কাজীকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আকালুরের ছেলে ইসলাম (২৪) এর সঙ্গে ভেলাজান চিলারং ইউনিয়নের এক কন্যাশিশুর বিয়ে দেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বর ও কাজী আব্দুল কাদেরকে (৫২)  আটক করে। কাজী ঠাকুরগাঁও পাহাড় ভাঙ্গা বাশগাঁড়া দাখিল মাদরাসার শিক্ষক।

সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল হক জানান, বাল্যবিয়ে আমাদের সমাজে একটি ভাইরাসের মতো। এটাকে নির্মূল করা গেলে মাতৃ মৃত্যুর হার অনেক কমানো যাবে। আর যে সকল কাজী বাল্যবিয়ে দেয় তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।
 
রবিউল এহসান রিপন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।