টাঙ্গাইলে বাসচাপায় পথচারী নিহত
টাঙ্গাইলের রাবনা বাইপাস নামক স্থানে বাসচাপায় ছানা চক্রবর্তী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
নিহত ছানা চক্রবর্তী (৪৫) টাঙ্গাইল ক্লাবে পিয়ন পদে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়াস্থ শাহ পাড়ায়।
এ ব্যাপারে সার্জেন্ট ইফতেখারুল জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস নামক স্থানে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস