জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পলাশ, সম্পাদক শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১০ মে ২০২৪

শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রেস ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক সংবাদের প্রতিনিধি পলাশ খানকে সভাপতি ও আজকের দর্পণের প্রতিনিধি শাওন বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন।

কমিটির অন্য সদস্যরা হলেন, পরিষদ প্রধান দেশ ২৪ নিউজের প্রতিনিধি জামাল মাদবর, সহ-সভাপতি দিন প্রতিদিনের সাইদ আকন ও ঢাকা ক্যানভাসের মুহাম্মদ বরকত উল্লাহ্। এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক খোলা কাগজের জোবায়ের ইসলাম ও দৈনিক কালবেলার আব্দুর রহিম। সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর পত্রের সাগর মিয়া, দপ্তর সম্পাদক দৈনিক দিনের কণ্ঠের হানিফ বেপারী, কোষাধ্যক্ষ বাংলাদেশ সমাচারের রাসেদুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের মাতৃভূমির শাকিল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজকের দৈনিকের রাজিব মিয়া।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মাহমুদুল হাসান, শাহিন আলম, দেলোয়ার মুন্সি, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বাবু এবং সদস্য জাফর আহমেদ, মাহবুব আলম, মনির হোসেন ও শফিকুজ্জামান রুবেল।

জাজিরা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে। এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইস্রাফিল, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি নুরুল আমিন রবিনসহ অন্যান্যরা।

বিধান মজুমদার অনি/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।