কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ছেে আরও ৩০ জন। শুক্রবার রাত সাড়ে ১২টায় জলোর কুলিয়ারচর উপজলোর আগড়পুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) চৌধুরী মজিানুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করছেনে।
নিহতরা হলনে, উমদো বগেম, জসিম উদ্দিন। নিহত অপরজনরে পরচিয় জানা যায়নি। ওসি জানান, ময়মনসিংহরে নান্দাইল থকেে ছেড়ে আসা ওই বাসটি হবিগঞ্জরে সুলতান শ্রী মাজারে যাচ্ছিল। বাসটি রিজার্ভ ছিল। যাত্রা পথে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ৩ জন ঘটনাস্থলে নিহত হন। আহতদরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওযা হচ্ছে।