নীলফামারীতে জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা বিষয়ক কর্মশালা
নীলফামারীতে জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা ও বাস্তবায়নে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট।
শনিবার (১১ মে) জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। কর্মশালায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা পরিস্থিতি বিষয়ক তথ্য উপস্থাপন করেন খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মাহবুবুর রহমান। জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা ২০২০ উপস্থাপন করেন সহযোগী গবেষণা পরিচালক মিজানুর রহমান।
এসময় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের মাল্টিসেক্টরাল গভর্ন্যান্সের ম্যানেজার গোলাম রব্বানী। কর্মশালায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যগ্রহণে সচেতন হওয়া এবং ভেজাল খাদ্য পরিহার করার আহ্বান জানানো হয়। এছাড়াও রমজানে খাদ্যাভাস, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য নীতিমালা অনুসরণ করে খাদ্যগ্রহণের আহ্বান জানানো হয়।
ইব্রাহিম সুজন/কেএসআর