১০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৪ মে ২০২৪

শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ।

মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার দাসেরজঙ্গল বাজার থেকে জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো গোসাইরহাটের পট্টি ব্রিজ এলাকায় পুড়িয়ে দেওয়া হয়।

মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি হুমকিতে পড়েছে। কিছু অসাধু ব্যবসায়ী গোসাইরহাট দাসেরজঙ্গল বাজারে কয়েকদিন ধরে এসকল জাল বিক্রি করছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার বাজারটিতে অভিযান চালায় মৎস্য বিভাগ।

১০ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে দিল মৎস বিভাগ

অভিযানে বাজারের একটি গোডাউন থেকে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওই গোডাউন মালিকের পরিচয় জানা যায়নি। দেশীয় মাছের পোনা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

বিধান মজুমদার অনি/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।