হাওরে শিক্ষকের মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জের লাখাইয়ে হাওর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুপা দাশের (৪০) মরদেহ উদ্ধারের তিনদিন পর তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে নিহতের স্বামী অজয় কুমার দাশ বাদী হয়ে লাখাই থানায় এ মামলা করেন। অজয় কুমার পেশায় কলেজ শিক্ষক।
আরও পড়ুন
পুলিশ জানায়, উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক অজয় কুমার দাশের স্ত্রী ভরপূর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিবন রুপা দাশ শুক্রবার নিখোঁজ হন। তিনি স্বামী সন্তান নিয়ে জেলা শহরের পুুরান মুন্সেফী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার (১২ মে) বিকেলে স্থানীয় ঝনঝনিয়া হাওরে একটি ব্রিজের নিকট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে সৎকার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জাগো নিউজকে বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বুধবার নিহতের স্বামী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/জিকেএস