এক কুকুরের কামড়ে দুই ঘণ্টায় আহত ৬ গ্রামের ২৬ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৬ মে ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টায় ছয় গ্রামের ২৬ জনকে কামড়ে আহত করে একটি কুকুর।

আহতদের মধ্যে মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদ (৪৫) নামের দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুর সামনে যাকে পায় তাকেই আক্রমণ করতে থাকে। এতে নারী, শিশুসহ ২৬ জন আহত হন। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আহত মো. নুর বলেন, তাহিরপুর বাজারে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। পথে হঠাৎ একটি কুকুর এসে কামড় দেয়। কুকুরের হাত থেকে বাঁচতে পুকুরে লাফ দিই।

মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা আহত ফয়সাল আহমদ বলেন, গ্রামের পাশে গাছতলায় দাঁড়িয়ে আমরা কয়েকজন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে আমার পা কামড়ে ধরে। পরে আমার আরেক বন্ধু গাছের নিচে পড়ে থাকা লাঠি নিয়ে কুকুরটিকে মেরে তাড়িয়ে দেয়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে। দুজন গুরুতর আহত হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আক্রমণকারী কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের শ্রীবাসের পালিত কুকুর। দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটি মেরে ফেলেন।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।