মহানন্দায় গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৮ মে ২০২৪
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে শুভ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার রাবার ড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শুভ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর নতুন টারমিনাল এলামার জিতেনের ছেলে। তিনি শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধুদের সঙ্গে গোসল করতে মহানন্দা নদীতে যান শুভ। কিছুক্ষণ পরে হঠাৎ নদীতে তলিয়ে যান তিনি। পরে বন্ধুরা তাকে জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিন্টু রহমান জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোহান মাহমুদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।