হবিগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২৬ মে ২০২৪

হবিগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিললুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে হাজির হলে আদালত শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম।

তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী আফজল হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে শহরের ২ নম্বর পুল বাইপাস রোড এলাকায় একটি ট্রাক পোড়ানোর মামলায় আসামি করা হয় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিললুর রহমানকে। ওই মামলায় তিনি আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (২০ মে) একই মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে কারাগারে পাঠানো হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।