ভোলা

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৯ মে ২০২৪

ভোলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জানা যায়, লালমোহন উপজেলার ক্ষতিগ্রস্ত এক হাজার ৬০০ পরিবার ও তজুমদ্দিন উপজেলার এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও নূরুন্নবী চৌধুরী শাওন তার নিজস্ব তহবিল থেকে ৪০টি পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সকাল ৬টা থেকে দুই উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। এসময় দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।