পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বাড়ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১০:৪৭ এএম, ৩১ মে ২০২৪

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বাড়ছে। যে কোনো সময় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে যেতে পারেন লাখ লাখ মানুষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সুরমা, কুশিয়ারা, রক্তি, বৌলাই ও যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় সময় পার করছেন হাওরের মানুষ।

এদিকে সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও মধ্যনগরসহ বেশ কয়েকটি উপজেলার বেশিরভাগ মানুষ সীমান্তের কাছাকাছি বসবাস করেন। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রথমে এসব উপজেলার গ্রামগুলো প্লাবিত হাওয়ার শঙ্কা রয়েছে। এতে পানিবন্দি হয়ে চরম বিপাকে পড়তে পারেন ওই অঞ্চলের পাঁচ লাখের বেশি মানুষ।

পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বাড়ছে

জেলার পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৬৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে সুনামগঞ্জের নদ-নদীর পানি ২৮ সেন্টিমিটার মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, নদ-নদীর পানি বাড়ছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।