ভোলায় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৩১ মে ২০২৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ও গঙ্গাপুর ইউনিয়নের ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল থেকে পৃথক স্থানে ত্রাণ হিসেবে ৩০ কেজি চাল বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

ভোলায় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ শেষে রিমালে ক্ষতিগ্রস্ত কুতুবা ইউনিয়নের বেড়ি বাধ পরিদর্শন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে প্রধানমন্ত্রীর উপহার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে বিতরণ করছি। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়ি বাধ নির্মাণ কাজ শেষ হবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।