সুনামগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৩ জুন ২০২৪
ফাইল ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় শিব্বির আহমদ (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হন।

সোমবার (৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিব্বির আহমদ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। আহত সাদ্দাম একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব- ১১-৮৪৮৯) সঙ্গে শান্তিগঞ্জের দরগাপাশা এলাকায় জগন্নাথপুরগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিব্বির মারা যান। এসময় অন্য আরোহী সাদ্দাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন জাগো নিউজকে জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

লিপসন আহমেদ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।