কিশোরগঞ্জে আড়াই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার মিটআপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১১ জুন ২০২৪

কিশোরগঞ্জে আড়াই শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘ক্যারিয়ার মিট আপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ও হক পাবলিকেশন্সের সহযোগিতায় পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মিটআপ অনুষ্ঠিত হয়।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে মিটআপে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, বিডি জবস এর এজিএম (প্রোগ্রাম) মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের সহকারী পরিচালক আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে আড়াই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার মিটআপ

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। সরকারি-বেসরকারি চাকরি প্রস্তুতি, বর্তমান চাকরি বাজার সম্পর্কে বক্তারা শিক্ষার্থীদের মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ও তুলে ধরেন তারা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।

এসকে রাসেল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।