কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান-লিফলেট বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১১ জুন ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়।

অভিযানে সিডিপির কলাপাড়া পরিচালক পলাশ রনি মণ্ডল, ডিআরআর প্রজেক্টের এডমিন ম্যানেজার সুমন ডায়েস, সিডিপি হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, এডমিন অফিসার শিপন চন্দ্র সরকার, প্রোগ্রাম অফিসার ফারহান তানভীর রাফিত প্রমুখ উপস্থিত ছিলেন।

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান-লিফলেট বিতরণ

আয়োজকরা জানায়, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। প্রাণিকূলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভাণ্ডার হলো এসব সাগর-মহাসাগর। এর প্রয়োজনীয়তা ও উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে পরিবেশ সপ্তাহে এ আয়োজন। এখানে আগত সব পর্যটককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ জানাচ্ছি।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।