শ্রীপুরে নির্বাচনী সহিংসতায় আহত ১৭ : ৮০ রাউন্ড গুলি নিক্ষেপ


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ এপ্রিল ২০১৬

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়নের মদনপুর গ্রামে রোববার আওয়ামী লীগের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০টি বাড়ি ভাঙচুর করা হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।

আহতদের মধ্যে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ ৫ জনকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে খলিলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার বাম চোখে  টেঁটাবিদ্ধ করেছে প্রতিপক্ষরা।

পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার মদনপুর মাদরাসার সামনের একটি দোকানে সদর ইউনিয়নের ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের বিজয়ী মেম্বার রজব মোল্যা ও পরাজিত মেম্বার প্রার্থী নাজির মজুমদারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন ও অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আরাফাত হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।