ঝালকাঠিতে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে একজনের মৃত্যু
ঝালকাঠিতে প্রচন্ড গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার সকাল থেকে তুলনামূলকভাবে তাপমাত্রা বেশি হওয়ায় লোকজন চরম অস্বস্থিতে পড়েছেন। প্রচন্ড গরমে জেলার রাজাপুরের বাগড়ি বাজারে হিটস্ট্রোকে নুর মোহাম্মদ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে বাজার করতে গিয়ে তার মৃত্যু হয়। গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা একটু বেশি বৃদ্ধি পাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক রাসেল মাহমুদ জানান, গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বেশি রয়েছে। এ ক্ষেত্রে বেশি প্রয়োজন ছাড়া রোদে ও গরমে ঘর থেকে বের না হওয়াই ভালো।
আতিকুর রহমান/এআরএ/পিআর