কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২১ জুন ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে তেল ও কীটনাশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা সদরের পুরাতন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কটিয়াদী পুরাতন বাজারের মেসার্স দেবনাথ রাধানাথ ট্রেডার্স নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কটিয়াদী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন আনে। এসময় দোকানে থাকা বিভিন্ন জ্বালানি তৈল, রাসায়নিক সার ও কীটনাশক পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা, এতে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী ফয়ার সার্ভিসেট ইনচার্জ আতিকুল আলম বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।