নাটোর

বাদামক্ষেতে বিষাক্ত রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২২ জুন ২০২৪

নাটোরের লালপুরে চারটি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে কৃষকরা। শনিবার (২২ জুন) দুপুরে পদ্মার চরের নসারা গ্রামে এ ঘটনা ঘটে।

মিঠুন আলী নামের একজন জানান, দুপুরে নসারা চরে বাদাম তুলতে যান কৃষকরা। এক পর্যায়ে তারা রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) একটি সাপ দেখতে পান। এসময় ওই জমিতে কাজ করা কৃষকের চিৎকারে আশপাশের কৃষকরা এগিয়ে আসেন। এরপর সাপটিকে পিটিয়ে মারেন। এসময় আরও তিনটি বাচ্চা রাসেলস ভাইপার দেখতে পেয়ে সেগুলোও মারা হয়।

কৃষকরা জানান, সাপটি যে এতো ভয়ঙ্কর বিষ বহন করে সেটি জানা ছিল না। মেরে ফেলার পরে তারা জানতে পারেন এগুলো বিষাক্ত রাসেলস ভাইপার।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুরুজ্জামান শামিম বলেন, চারটি রাসেলস ভাইপার মেরে ফেলার বিষয়টি শুনেছি। এতে আতঙ্কিত না হয়ে কৃষকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেন তিনি।

রেজাউল করিম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।