থানায় পুলিশের এএসআই গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৩ জুন ২০২৪
ফাইল ছবি

ভোলায় মো. মোকতার হোসেন নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৩ জুন) বিকেল ৪টার দিকে পূর্ব ইলিশা নৌ থানায় এ ঘটনা ঘটে।

মোকতার হোসেন ওই থানায় এএসআই হিসেবে কর্মরত। গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এবিষয়ে পূর্ব ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমারের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পূর্ব ইলিশা নৌ থানায় ডিউটির জন্য অস্ত্র বুঝে নেন। ওই সময় পুলিশ সদস্যর ভুলের কারণে অস্ত্র থেকে গুলি বের হয়ে তার পেটে লাগে। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।