গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৮ জুন ২০২৪

নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া ওই এলাকার আসমত আলীর স্ত্রী। ঘটনার পর থেকে তিনি পলাতক।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানা যায়, পারিবারিক কলহের জেরে ওই রাতে স্বামী তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। এসময় আট বছরের শিশু সন্তান আসমানীকে নিয়ে পালিয়ে যান তিনি। পরে সকালের দিকে আসমত আলী নিজেই তার ভাতিজা আনোয়ারকে মুঠোফোনে জানান, তার বাড়িতে কি হয়েছে গিয়ে খোঁজ নেওয়ার জন্য। এরপর আনোয়ার ওই বাড়ি এসে ঘরের মেঝেতে সুফিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজাউল করিম রেজা/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।