সোনারগাঁয়ে দলিল লেখককে কুপিয়ে-গুলি করে হত্যাচেষ্টা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৯ জুন ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মফিজুর রহমান ভূঁইয়া রতন নামের এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় আহত দলিল লেখকের বড় ভাই মো. মহসিন ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে পনির ও শাহ হাসানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে সালিশ হয়। সেখানে সালিশকারী হিসেবে দলিল লেখক মফিজুর রহমান ভূঁইয়া রতন ছিলেন। তিনি বাড়ি ফেরার পথে ওমর ফারুকের বাড়িতে প্রবেশ করে। পূর্বশত্রুতার জেরে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে শাহিন আলম, কালু মিয়া, জাকির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল, জহির, লিয়ন, নজু মোল্লা, শাহরিয়ার, রাজু সাজুসহ ২০-২৫ জনের একটি দল রামদা, চাপাতি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। পরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা করা হয়।

আহত দলিল লেখকের ভাই মো. মহসিন ভূঁইয়া জানান, তার ভাই রতন ভূঁইয়া দলিল ও কাগজপত্র বুঝার কারণে বিভিন্ন স্থানে জমি সংক্রান্ত বিচার সালিশে যান। এতে হামলাকারীদের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এ জন্য তার সঙ্গে পূর্বশত্রুতার তৈরি হয়েছে। গতকাল বিচার সালিশ থেকে ফেরার পথে খোকনের নেতৃত্বে কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টা করা হয়।

অভিযুক্ত রাসেল আহমেদ খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, দলিল লেখকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।