পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক আহত


প্রকাশিত: ১১:১২ এএম, ২৬ এপ্রিল ২০১৬

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংঘর্ষে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে হাজীপুর ইউনিয়নের শাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নব নির্চাচিত জাতীয় পার্টির চেয়ারম্যন সিদ্দিকুর রহমানের বিজয় মিছিলকে কেন্দ্র করে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Hamla-Pic

নব-নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আমার বিজয় মেনে নিতে না পারায় এই হামলা চালিয়েছে।

অপরদিকে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী জয়নাল আবেদীন জানান, জাতীয় পার্টির প্রার্থীর লোকজন আগে আমাদের উপর হামলা করেছে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিউল এহ্সান রিপন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।