ঠাকুরগাঁওয়ে নৌকার প্রচারণায় শিশুরা (ভিডিও)


প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৬

নির্বাচনী বিধিমালায় শিশুর ব্যবহার নিষিদ্ধ হলেও তা অমান্য করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের অাওয়ামী লীগের প্রার্থীর লোকজন।

মঙ্গলবার বিকেলে রায়পুর ইউনিয়নের ভাউলার হাটে পাওয়ার ট্রলিতে করে এক ঝাঁক শিশুকে দিয়ে নৌকা প্রতীকের প্রচারণা চালানো হয়েছে।

সরেজমিনে কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, স্কুলগামী কোমলমতি শিশুদের দিয়ে চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা মিছিল ও পাওয়ার ট্রলিতে করে প্রচারণা চালাচ্ছেন।

সুজন ইসলাম (৮) জানায়, আমরা দুপুরে স্কুল থেকে আসার পর ট্রলিতে করে এলাকার নৌকা মার্কায় প্রচারণা করি। পরে নৌকার লোকজন আমাদের বিস্কুট দেয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, নির্বাচনী বিধিমালায় কোনো শিশুকে প্রচারণায় নামানো সম্পূর্ণ মানা। যারা এই আচরণ লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।

রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী নুরুল ইসলাম জানান, নৌকা মার্কায় প্রচারণায় কোনো শিশুকে ব্যবহার করা হচ্ছে না। যদিও কোথাও হয়ে থাকে তা নিষেধ করা হবে।

রায়পুর ও চিলারং ইউনিয়ন নির্বাচনী রিটার্নিং অফিসার গোলজার হোসেন জানান, শিশুদের দিয়ে প্রচারণা দণ্ডনীয় অপরাধ। যদি কোথাও শিশুদের ব্যবহার করা হয় ওই প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব ব্যাপারে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, মাঠ পর্যায়ে আমাদের নির্বাচনী ম্যাজিস্ট্রেট রয়েছে। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।



রিপন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।