ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৯ জুলাই ২০২৪
অভিযুক্ত যুবলীগ নেতা আব্দুল মান্নান খাঁ

শরীয়তপুর সদর উপজেলায় প্রশিক্ষণ নিতে আসা এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আব্দুল মান্নান খাঁ (৪২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মান্নান খাঁ রুদ্রকর ইউনিয়নের মৃত হানিফ খাঁর ছেলে। তিনি রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, ওই নারীর বাড়ি মাদারীপুরে। তার স্বামী ওমান প্রবাসী। স্বামীর কাছে বিদেশ যাওয়ার জন্য ওই নারী একটি ট্রেনিং সেন্টারে ভর্তি হন। সেখানে পরিচয় হয় ইদ্রিস গাজী নামের এক ব্যক্তির সঙ্গে। এরপর ২৫ জুন রাত ৯টার দিকে তিনি মাদারীপুর থেকে শরীয়তপুর ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে আসছিলেন।

পথে ওই নারীকে বহনকারী অটোরিকশাটি থামিয়ে তার মুখ বেঁধে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান আব্দুল মান্নান খাঁ, ইদ্রিস গাজী, কালাচান খাঁসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজন। এসময় ওই নারী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান তারা।

এ ঘটনায় ৩০ জুন যুবলীগ নেতা আব্দুল মান্নান খাঁ, ইদ্রিস গাজী, কালাচান খাঁসহ আরও তিন-চারজনকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী।

জানতে চাইলে শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে তদন্ত হবে। তিনি যদি এ কাজের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ওই যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পরে আমরা তাকে গ্রেফতার করি। তাকে আদালতে পাঠানো হবে।

বিধান মজুমদার অনি/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।