নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালাম, সম্পাদক সাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৫ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ)। সাধারণ সম্পাদক হয়েছেন আহসান সাদিক শাওন (চ্যানেল টোয়েন্টিফোর)।

সোমবার (১৫ জুলাই) রাতে নির্বাচন কমিটির সদস্য সাংবাদিক বিমল রায় (একুশে টেলিভিশন), ড. রুমন রেজা (চ্যানেল আই) ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে ভোট দেন ইউনিয়নের সদস্যরা। মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২২ প্রার্থী। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোট দেন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি ইমামুল হাসান স্বপন (খবরের পাতা), যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় (যমুনা টিভি), অর্থ সম্পাদক শওকত এ সৈকত (সময় টিভি)।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন), সাবিত আল হাসান (আজকের পত্রিকা), আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা), হাসান উল রাকিব (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), শরীফ উদ্দিন সবুজ (সমকাল) এবং রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি)।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।