ঠাকুরগাঁওয়ে ৯টি ইউনিয়নে আ.লীগের প্রার্থী চূড়ান্ত
পঞ্চম দফা নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, বালিয়া ইউনিয়নে নূর এ আলম ছিদ্দিকী, আউলীয়াপুর ইউনিয়নে আতিকুর রহমান, সালান্দর ইউনিয়নে মাহাবুব আলম, গড়েয়া ইউনিয়নে জসিউর রহমান, দেবীপুর ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, নারগুন ইউনিয়নে সেরেকুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়নে মো. আলাউদ্দীন, শুকানপুখুরী ইউনিয়নে আনিছুর রহমান ও বেগুনবাড়ী ইউনিয়নে বনি আমীন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম জানান, আশা করছি আওয়ামী লীগের সবগুলো প্রার্থী বিজয়ী হবে।
রবিউল এহ্সান রিপন/এআরএ/এমএস