মাগুরায় ছেলের হাতে মা খুন
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে পান্নুর (৩০) হাতে নির্মমভাবে খুন হয়েছেন মা রিজিয়া বেগম (৬০)। বুধবার বিকেল ৫টার দিকে মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে নৃশংস এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, পান্নু দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি তার নিজের নামে লিখে নেয়ার জন্য মা-বাবার উপর চাপ সৃষ্টি করে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে বাড়ির উঠানে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাঁরালো দা দিয়ে রিজিয়া বেগমকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় সে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা পান্নুকে ধাওয়া করে ধরে তাকে পুলিশে সপর্দ করে।
উল্লেখ্য ,পান্নু ইতোপূর্বে জমিজমার দাবিতে বাবা মকছেদ মোল্যাকে বসত ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দিয়েছিলো। এসময় প্রতিবেশীরা দ্রুত এসে মকছেদ মোল্যাকে ঘর থেকে বের করে প্রাণে বাঁচিয়েছিল। ওই ঘটনাতওে পুলিশ পান্নুকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল।
প্রায় একমাস আগে পান্নু জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসেছে। এঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আরাফাত হোসেন/এফএ/আরআইপি