‘দেশের ৮ শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৫ জুলাই ২০২৪
প্রতীকী ছবি

দেশের প্রায় ৮ শতাংশ শিশু পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ‘বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ’ দিবস উপলক্ষে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, দেশের প্রায় ৮ শতাংশ শিশু মারা যায় পানিতে ডুবে। বিভিন্ন কারণে অনেককেই পুকুর বা নদীতে গোসল করতে হয়। তাই আমাদের সবাইকে সাঁতার শেখা প্রয়োজন। শুধুমাত্র সাঁতার নয়, পানিতে ডুবা শিশুকে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় তাও শিখতে হবে।

প্রকল্প নিয়ে আলোচনায় ডিসি বলেন, সাঁতার শেখানোর ক্ষেত্রে খুব বেশি পরিকল্পনা না করে বাস্তবায়ন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শান্ত প্রমুখ।

শরীফুল ইসলাম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।