কোটা আন্দোলন

নাটোরে সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের আরও ৯ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৭ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে নাটোরে জুবায়ের হোসেন (২৬) নামের এক সাংবাদিকসহ আরও ৯ বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাটোর সদর থানায় তিনজন এবং অন্য এলাকার ছয়জন রয়েছেন।

গ্রেফতার জুবায়ের হোসেন সদর উপজেলার জাঠিয়ান গ্রামের জব্বার মন্ডলের ছেলে এবং নাটোর প্রেস ক্লাবের সদস্য। তিনি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার জুবায়ের হোসেন চলমান কোটা সংস্কার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এ মামলায় এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নাটোরে এ পর্যন্ত আটটি মামলা করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।