ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৮ এপ্রিল ২০১৬

৫ম ধাপের নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩টি ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জাতীয় পার্টির কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনোনীত প্রার্থীরা হলেন, বালিয়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক সরকার, সালান্দর ইউনিয়নে আব্দুল কাদের ও শুকানপুকুর ইউনিয়নে আব্দুল কাদের জিলানী।

সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সলেমান আলী সরকার, সহ- সভাপতি শ্যামল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রেজাউল রাজী স্বপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনতাজুল হক মন্তা ও যুগ্ন সহ-সম্পাদক সালেকুল হক টুলুসহ প্রমূখ।  

রবিউল এহ্সান রিপন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।