গাজীপুরে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৩১ জুলাই ২০২৪

পুলিশি বাধা উপেক্ষা করে গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। পরে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বুধবার (৩১ জুলাই) দুপুরে আন্দোলনকারীরা শহরের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিববাড়ি দিকে অগ্রসর হলে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীরা যোগ দেন। পরে মিছিলটি শিমুলতলী রোড হয়ে বাসস্ট্যান্ডের দিকে চলে যায়।

শিক্ষার্থীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে সাড়ে ১১টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এসময় পুলিশ খবর পেয়ে সেখানে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে জেলা শহরের রেলক্রসিং এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময়ে আশপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি শিববাড়ি হয়ে শিমুলতলীর ডুয়েটের দিকে যেতে থাকে। মিছিলটি ওই সড়কের বটতলা এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

পরে শিক্ষার্থীরা চলে গেলে আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে গাজীপুরে ডুয়েট, শিববাড়ি মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করে।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আটকের বিষয়টি তার জানা নেই।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।