কোটা আন্দোলন
কিশোরগঞ্জে এ পর্যন্ত গ্রেফতার ছাত্রদলের ১৮ নেতাকর্মী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর থেকে কিশোরগঞ্জে এ পর্যন্ত ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক নেতাকে না পেয়ে তার ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
গ্রেফতাররা হলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি শহীদুজ্জামান তারেক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আবির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মিশাত, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজারুল হক উজ্জ্বল, ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, ওয়ালীনেওয়াজ খান কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম মিয়া, হোসেনপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ, যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন, ভৈরব পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাসেদুজ্জামান রাসেল, সদস্য শিহাব আহমেদ তানভীর, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর রহমান সজিব, সালুয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি কারিমুল হাসান, পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ রাজীব, চরফরাদী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সামাদ মিয়া, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাউসার, কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পিয়াদ ও হোসেনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সৌরভ।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য বায়েজীদের বাসায় তল্লাশি করে তাকে না পেয়ে তার ছোট ভাই বুলবুলকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন হামলা, গণগ্রেফতার ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
এসকে রাসেল/এসআর/এমএস