দেশে ফিরলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শনিবার সকালে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন।
পরে বিশাল মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা সহকারে নিরাপত্তা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাকে গাজীপুরের ছয়দানাস্থ বাসভবনে নিয়ে আসেন নেতাকর্মীরা। টঙ্গী থেকে তার বাসভবন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান।
জাহাঙ্গীর আলম তার বাস ভবনের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে বলেন, হত্যার জন্য উত্তরায় আমার ওপর হামলা হয়েছিল। সবার দোয়ায় বেঁচে ফিরেছি।
যারা তার ওপর ও তার বাড়িতে হামলা করেছে এবং তার কর্মী জুয়েল মোল্লাকে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জাহাঙ্গীর আলম।
এর আগে তিনি কোটাবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।
মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস