কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে অগ্নিসংযোগ
শেখ হাসিনার দেশত্যাগের খবরে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা নগরীর ১১ নং ওয়ার্ডের মুন্সেফবাড়ি এলাকায় সংসদ সদস্যের নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।
এসময় উত্তেজিত কয়েকশ ছাত্র-জনতা বাহারের বাড়ির কলাসিপল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে। একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দেওয়ার খবরে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করেন। রাত ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।
জাহিদ পাটোয়ারী/জেডেএইচ