হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১৩ আগস্ট ২০২৪

হবিগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আলেয়া আক্তার।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই মঙ্গলবার থেকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, তিনি হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরের স্ত্রী। এছাড়াও আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে মো. আবু জাহিরও স্ত্রীসহ পালিয়ে যান।

এ ব্যাপারে জানতে আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আমিন ওসমান।

তিনি বলেন, বিষয়টি শোনার পর জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাবেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলাম জানান, বিষয়টি নিশ্চিত নই। তবে আমিও শুনেছি। তিনি পদত্যাগ করলে মন্ত্রণালয়ে করবেন। অতএব মন্ত্রণালয় থেকে চিঠি পেলে বলতে পারবো।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।