ঠাকুরগাঁওয়ে বিদ্রোহী প্রার্থীর মদদদাতাদের খুঁজছে আ.লীগ
ঠাকুরগাঁওসহ সারাদেশে চলছে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতোমধ্যে তৃতীয় দফা নির্বাচন শেষ হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় অনেক ইউপিতে নিজ দলের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিচ্ছে।
বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেও কোনো লাভ হচ্ছে না। তাই কঠোর হচ্ছেন সংগঠনটির জেলার শীর্ষ নেতারা। এবার বিদ্রোহী প্রার্থীদের মদদদাতাদের খুঁজতে শীর্ষ নেতারা মাঠে নেমেছেন।
ইতোমধ্যে কয়েকটি ইউপিতে দলীয় প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। তাই চলতি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। এতে দলটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
বিদ্রোহীদের দাপট কমাতে তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত না মেনে ঠাকুরগাঁওয়ে চতুর্থ ধাপের নির্বাচনে অংশ নেয়া বিদ্রোহী তিন প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও বহিষ্কৃতদের পক্ষে যেসব নেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্যকারী ও তাদের মদদদাতাদের কোনো রকম ছাড় দেয়া হবে না জানানো হয়েছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহম্মদ সাদেক কুরাইশী বলেছেন, বিদ্রোহী প্রার্থীদের পেছন থেকে যেসব নেতা মদদ দিচ্ছেন তাদের চিহ্নিতকরণের কাজ চলছে।
চতুর্থ দফায় ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রায়পুর ইউনিয়নে দুইজন, আকচা ইউনিয়নে একজন ও রুহিয়া ইউনিয়নে একজন, আখানগর ইউনিয়নে একজন বিদ্রোহী প্রার্থী অংশ নিয়েছেন। শনিবার বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারা হলেন, চিলারং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী, রায়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মামুন অর রশিদ ও রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাইদ বাবু।
এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার বলেন, আওয়ামী লীগ করতে হলে শেখ হাসিনার নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্যকারীরা মুজিব আদর্শে বিশ্বাসী নয়। যারাই দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন তাদের খেসারত দিতে হবে। বিদ্রোহী প্রার্থীদের কেউ ইন্ধন বা সহযোগিতা করলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
রবিউল এহসান রিপন/এআরএ/এবিএস