বন্যাকবলিত এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৩ আগস্ট ২০২৪
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যাকবলিত এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে আবুল কাশেম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার মোকরম আলী মুন্সি বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

এলাকার বাসিন্দা আহসান উল্লাহ জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে পানিতে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন কাশেম। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। একইদিন বাদ আসর তাকে দাফন করা হয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, হাইতকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে পরিস্থিতির কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।