সমন্বয়ক হাসনাত

যারা ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছে তারা জাতির শত্রু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৫ আগস্ট ২০২৪

যারা রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছে তাদেরকে জাতির শত্রু হিসেবে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি একথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে হাসনাত লেখেন, ‘এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তাঁরা জাতির শত্রু।’

বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হয়েছেন অনেক সরকারি-আধা সরকারি,চুক্তিভিত্তিক প্রতিষ্টানে নিয়োজিত কর্মীরা৷ বিভিন্ন সময় তারা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এনএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।