নোয়াখালীতে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন জামায়াত নেতারা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে চলেছে জামায়াতে ইসলামী। দলের নেতারা হাঁটুপানি মাড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।
বুধবার (২৮ আগস্ট) সকালে বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন।
তিনি বলেন, পৌর এলাকায় ৩০০০ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। এক হাজার আশ্রিতকে রান্না করা খাবার দেওয়া হয়েছে।
এ সময় বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জাকের হোসেন স্বপন উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এএসএম