ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০২ মে ২০১৬

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলামকে (২৭) আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে ঠাকুরগাঁও চৌরাস্তায় তার নিজ দোকান থেকে তাকে আটক করে পুলিশ।

নজরুল ইসলাম শহরের কালিবাড়ি এলাকার মৃত আব্দুল সোবহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার এএসআই সাজেদুলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তায় আফজাল সু দোকানে নজরুলকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। নজরুল ইসলাম এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন।

ঠাকুরগাঁও থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজেদুল জানান, নজরুল এলাকার ইয়াবা ব্যবসার মূল হোতা। তিনি ইয়াবার পাইকারী ব্যবসা করে। ইয়াবার বড় বড় চালান এনে শহরের ছোট ব্যবসায়ীদের সরবরাহ করে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিউল এহসান রিপন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।