পঞ্চগড়ে সবজি বাজারে হরতাল


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৩ মে ২০১৬

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে পঞ্চগড়ে হরতাল শুরু করেছেন সবজি ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে জেলার প্রধান হাট রাজনগর কাঁচাবাজারে আড়তদার ও ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ীদের দুইটি সংগঠন যৌথভাবে এই হরতালের ডাক দেয়।

অনির্দিষ্টিকালের হরতালে সবজি ব্যবসায়ীরা তাদের দোকান এবং আড়ত বন্ধ রেখেছেন। ফলে অনেক কৃষক বাজারে সবজি এনে বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে প্রতিবাদ জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবজি বাজারে অতিরিক্ত পুলিশের টহল দেখা গেছে। তবে হরতালের ফলে চরম দুর্ভোগে পড়েছেন সবজি কিনতে আসা সাধারণ মানুষসহ ক্ষুদ্র কৃষকরা।

আন্দোলনকারী সবজি ব্যবসায়ীরা জানায়, সরকারি বিধি মোতাবেক চলতি ১৪২৩ বাংলা সনের জন্য পঞ্চগড় পৌরসভা স্থানীয় ব্যবসায়ী হান্নান শেখের কাছে জেলার প্রধান হাট পঞ্চগড় বাজার ইজারা প্রদান করে। ইজারার শর্ত অনুযায়ী, সবজি ভর্তি প্রতি পিকআপ ১৬ টাকা, প্রতি ভ্যান ১২ টাকা, প্রতি মণ সবজি ৮ টাকা, বড় সবজি দোকান ৮ টাকা এবং ছোট দোকানে দৈনিক ৪ টাকা করে টোল আদায়ের কথা। কিন্তু ইজারাদারের লোকজন পিকআপ প্রতি ৪০০ টাকা, ভ্যান প্রতি ১০০ টাকাসহ প্রতিদিন দোকান প্রতি ১০ টাকা করে টোল আদায় করছে।

ব্যবসায়ীদের অভিযোগ, জোরপূর্বক হাটের ইজারাদারের লোকজন ব্যবসায়ী এবং ক্ষুদ্র কৃষকদের কাছে নির্ধারিত টোলের বিপরীতে ৩ থেকে ৫ গুণ পর্যন্ত বেশি টোল আদায় করে। এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতি এবং ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি যৌথভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি কফিল উদ্দিন বলেন, আগে শাক-সবজি উৎপাদনকারীদের কাছ থেকে টোল আদায় করা হতো। এখন ব্যবসায়ীদের কাছেও টোল আদায় করা হচ্ছে। এখানে সরকারি বিধি মোতাবেক টোল না নিয়ে কয়েক গুণ অতিরিক্ত টাকা আদায় করা হয়। বার বার বলার পরও কাজ না হওয়ায় আমরা আন্দোলন শুরু করি।

হাটের ইজারাদার আব্দুল হান্নান শেখ বলেন, অতিরিক্ত টোল আদায়ের কথা সঠিক নয়। এছাড়া তাদের দাবি নিয়ে সোমবার রাতে সবজি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে পৌরসভা কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ক্ষেত্র বিশেষে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কম টোল আদায়ের সিদ্ধান্ত ব্যবসায়ী নেতারা মেনে নেয়। কিন্তু আলোচনার পর সকাল থেকে তারা কেন দোকান বন্ধ রেখেছেন জানি না।

সফিকুল আলম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।